স্ত্রী হত্যা মামলায় স্বামীর রিমান্ড
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৪৪
স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ২২ আগস্ট (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন এ আদেশ দেন।
নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার ওরফে বর্ষা।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট (সোমবার) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকা থেকে গৃহবধূ সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর হত্যা করেছেন মোস্তাফিজুর। এ ঘটনায় সুমাইয়ার বাবা বাদী হয়ে গৃহবধূর স্বামীর নামে হত্যা মামলা দায়ের করলে পুলিশ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুল হাই বলেন, মোস্তাফিজুরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।