পাচারের উদ্দেশ্যে আনা ২৪ রোহিঙ্গা নারী আটক

প্রকাশ : ১১ মে ২০১৯, ১৬:৩২

জাগরণীয়া ডেস্ক

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ঢাকায় আনা ২৪ রোহিঙ্গা নারীসহ ২৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১০ মে (শুক্রবার) সকালে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।এদের সবার কাছে বাংলাদেশি পাসপোর্ট ছিল। 

ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুন্নবী আনিছুর রশিদ জানান, প্রায় এক সপ্তাহ আগে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২৪ রোহিঙ্গা নারীকে ঢাকায় আনা হয়। গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৪ জনকেই আটক করা হয়েছে। এছাড়া, আইয়ুব নামে এক দালাল এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ঐ বাড়ির মালিকের ছেলে কাজলকে আটক করা হয়েছে।

এছাড়া ঐ বাড়িটি থেকে ৫৬ টি বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করছি। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত