নেত্রকোণায় গৃহবধূকে নির্যাতন, স্বামী ও সতীন আটক
প্রকাশ : ১১ মে ২০১৯, ১৬:২৩
জাগরণীয়া ডেস্ক
শিকলে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় ঐ গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম ও তার প্রথম স্ত্রী নার্গিস আক্তারকে আটক করেছে পুলিশ। ১০ মে (শুক্রবার) দিনগত রাত পৌনে ১ টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ গ্রাম থেকে ঐ গৃহবধূকে উদ্ধার করা হয়।
নির্যাতিত ঐ গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৫)। তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, প্রথম স্ত্রী নার্গিসকে সংসারে রেখেই ফাতেমাকে বিয়ে করেন জাহাঙ্গীর। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই কলহ হতো। এর জের ধরেই বিভিন্নভাবে ফাতেমাকে নির্যাতন করতো তার সতীন ও স্বামী।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ও নার্গিস আক্তারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
0Shares