চাঁদা না দিলে চবি শিক্ষকের মেয়েকে অপহরণের হুমকি
প্রকাশ : ০৯ মে ২০১৯, ০০:০১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2019/05/09/image-18876.jpg)
চাঁদা না দিলে মেয়েকে অপহরণ করা হবে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদকে ফোন করে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ৭ মে (মঙ্গলবার) হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
আনোয়ার সাঈদ জানান, মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে তার ব্যক্তিগত মুঠোফোনে +৯১৮০১৭৮২২৭২৫ নম্বর থেকে কল দিয়ে সুব্রত বাইন এর নামে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তার মেয়েকে অপহরণ ও পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলে হুমকিও দেয়া হয়। একই দিনে দুপুর ২টার দিকে বাসার ল্যান্ড ফোনেও একই নাম্বার থেকে কল দিয়ে আবার হুমকি দেওয়া হয়।
পরে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেন বলে জানান আনোয়ার সাঈদ। ডায়েরি নম্বর ৩২৩।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।