স্কুলছাত্রীকে অচেতন করে অপহরণ, আটক ১
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৩৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2019/04/25/image-18785.jpg)
সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অচেতন করে অপহরণের অভিযোগে হানিফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকায় ২৪ এপ্রিল (বুধবার) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঐ স্কুলছাত্রী ওয়ারী বনগ্রাম এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রী।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস জানান, হানিফ নামে ওই যুবক ঐ স্কুলছাত্রীকে তার বাসার সিঁড়ি থেকে অচেতন করে নিয়ে যাচ্ছিলো। এ সময় আশ-পাশের লোকজনের সন্দেহ হলে তারা হানিফকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে মেয়েটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। স্কুলছাত্রী সুস্থ হলে তার জবানবন্দি নেওয়া হবে।
মেয়েটির বাবা জানান, রাতে বাসার দোতলার সিঁড়ি থেকে হানিফ তার স্কুলপড়ুয়া মেয়েকে ডাক দিয়ে নিয়ে যান। একপর্যায়ে তার মেয়ের মুখে রুমাল চেপে ধরেন। কিন্তু মেয়ে চিৎকার করলে সবাই ঘটনাস্থলে গিয়ে হানিফকে ধরে ফেলে। এরমধ্যে মেয়েটি অচেতন হয়ে পড়ে। পরে পুলিশ এসে হানিফকে আটক করে থানায় নিয়ে যায়।