বনানী অগ্নিকাণ্ড: নিহত ১

প্রকাশ : ২৮ মার্চ ২০১৯, ১৬:২৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীর ২২তলা বিশিষ্ট এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মী রয়েছেন। 

২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, আমরা এখন পর্যন্ত আগুনের ঘটনায় দু’জনকে পেয়েছি। এর মধ্যে একজন মারা গেছেন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়। তার বাম হাত ও বাম পা ভাঙা ছিল। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত ব্যক্তির নাম নিরাস চন্দ্র (৩৫) বলে জানা গেছে। তিনি শ্রীলঙ্কান নাগরিক। আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে নিচে নামার সময় পড়ে তিনি মারা যান।  

এফ আর টাওয়ারে এখনও অনেকে ভিতরে আটকে রয়েছেন বলে ফায়ার সার্ভিসের কর্মিরা জানিয়েছেন। 

উল্লেখ্য, রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ২৮ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত