চকবাজার অগ্নিকাণ্ড: ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত

প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১৪:১১

জাগরণীয়া ডেস্ক

চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ যে ১৯ জনের পরিচয় জানা যায়নি, তাদের তাদের মধ্যে ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রুমানা আক্তার বলেন, “আমরা আজ ১১ জনের শনাক্তকরণ প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। বাকি কাজ তারা করবে। ওই ১১ জনের পরিচয় পরে সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হবে”

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন।

খবর পেয়ে এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। 

ওই অগ্নিকণ্ডে ৬৭ জন নিহত হলেও দগ্ধদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে চারজনের মৃত্যু হওয়ার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত