বাংলাদেশ বিমান ছিনতাই এর চেষ্টা, জরুরি অবতরণ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ২৪ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী  ওই  বিমানটি ছিনতাইয়ের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বর্তমানে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও এপিবিএন সসদ্যরা ঘিরে রেখেছে বিমানটি।

ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই যাত্রীবেশে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করায়। বিমানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক বলেন, ওই  বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। কিন্তু বিমানের ভেতরে এখনো দুজন ক্রু ও সন্দেহভাজন রয়েছেন। 

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত