মাকে হত্যার অভিযোগে ছেলের যাবজ্জীবন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:৫৭

জাগরণীয়া ডেস্ক

তিন বছর আগে মাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত শফিকুর রহমান ওরফে শফিক ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া এলাকার সাহাজ উদ্দিন ছৈয়ালের ছেলে। 

২৭ নভেম্বর (মঙ্গলবার) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় দেন। যাবজ্জীবনের পাশাপাশি আসামীকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর বিদেশ যাওয়ার জন্য টাকা না পেয়ে মা আলিমুন্নেছাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শফিকুর। এ ঘটনায় বাদী হয়ে শফিকের বাবা ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে শফিকুর আদালতে জবানবন্দিও দেয়।

তদন্ত শেষে ওই বছরের ৩ নভেম্বর ফরিদগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির শফিকুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং এ মামলার বিচারকাজ শুরু হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত