আশুলিয়ায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ১২:৫০
আশুলিয়ায় হেলেনা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে হেলেনার স্বামী মহিদুল হোসেন (৩২) পলাতক রয়েছে। তারা দু’জনই আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
২২ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় আশুলিয়ার কলতাসুতী এলাকার জুলহাস বেপারীর মালিকানাধীন ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলেনার বাড়ি সিরাজগঞ্জ জেলায় এবং তার স্বামী মহিদুলের বাড়ি নীলফামারি জেলায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের ফলাফল পাওয়ার পরই গৃহবধূর মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।