৯৯৯ নম্বরে ফোন: ধর্ষণ মামলার ২ অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ২০:২১

জাগরণীয়া ডেস্ক

জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ অভিযোগ পেয়ে চট্টগ্রামে এক পোশাক শ্রমিক ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম (৩০) ও মো. সোহেল (২০)।

২৩ অক্টোবর (মঙ্গলবার) রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক ঐ নারী তার তিন বছর বয়েসী সন্তানকে নিয়ে চরপাথরঘাটা এলাকায় থাকেন। ঘটনার দিন রাত ১০ টার দিকে পাশেই থাকা মায়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সেলিম তাকে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাস্তার সোহেল তাকে ধর্ষণের চেষ্টা করলে এক পথচারী তাকে দেখে ফেলে এবং সে পালিয়ে যায়। এরপর ঐ নারী ৯৯৯ নম্বরে কল দেন।

এ প্রসঙ্গে ওসি আলমগীর আরও বলেন, আমরা ঘটনা শুনে ঐ নারীকে উদ্ধার এবং অভিযুক্ত সোহেলকে প্রথমে আটক করি। সে স্বীকার করেছে, সেলিম ওই নারীকে ধর্ষণ করেছে এবং সে ধর্ষণের চেষ্টা করেছে।এরপর চরপাথরঘাটা এলাকার বাসা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় ঐ নারী বাদী হয়ে সেলিম ও সোহেলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত