বগুড়ায় চলন্ত বাসে পেট্রলবোমায় ৩ নারী আহত
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ১৬:৫৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/10/10/image-17138.jpg)
একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বেশ কয়েকজন নেতাকে আদালত দণ্ডিত করার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন। তারা হলেন- আঞ্জুয়ারা বেগম (৫০), মনিরা বেগম (৪০) ও শামিমা (২৭)।
১০ অক্টোবর (বুধবার) দুপুরে বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী বাসে ঐ হামলা চালায় দুর্বৃত্তরা।
ওই বাসের হেলপার শরীফ উদ্দিন বলেন, বাসের বাম দিকে পেট্রলবোমা ছোঁড়ার ঘটনায় বাসের প্রথম দু’টি আসন এ-১ এবং এ-২ তে খানিকটা আগুন ধরে যায়। চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে যান।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, নাবিল পরিবনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৪৪) নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে শাজাহানপুর এলাকায় দুপুর ১টার দিকে বাসটিতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এঘটনায় ৩ যাত্রী সামান্য আহত হয়েছেন। তাই তাদের হাসপাতালে ভর্তি করার প্রত্যোজন পড়েনি। ঘটনাস্থল থেকে পেট্রলবোমার ভাঙা বোতলসহ কিছু আলামত পাওয়া গেছে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নুর মাহমুদ নামে এক যুবদল নেতাকে আটক করেছে। তিনি বগুড়া জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক।