‘মাথা নত করে নয়, মাথা উঁচু করে বাঁচতে চাই’
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৮, ১১:০০
আমরা সব ক্ষেত্রেই সফল হয়েছি। আর মাথানত করে নয়, এবার মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে- বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করা। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছে।
এবারের উন্নয়ন মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে শুরু হলো চতুর্থ উন্নয়ন মেলা-২০১৮। এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
এবারের মেলায় প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের আলাদা স্টল থাকবে। জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সরকারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরবে। এ জন্য প্রত্যেক জেলা প্রশাসক উন্নয়ন মেলা নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন।