শেখ হাসিনা-জেরেমি হান্ট বৈঠক
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছে সরকার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩
জাগরণীয়া ডেস্ক
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করতে কাজ করছে তার সরকার- বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৪ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্র ও কমওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক বলেন, জেরেমি হান্ট প্রধানমন্ত্রীকে বলেন তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় । জবাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে তাকে আশ্বস্ত করেন।
দুই নেতার এ বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাস তৈরি হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে যু্ক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন।
জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।