পঞ্চগড়ে বাবা-মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪

জাগরণীয়া ডেস্ক

পঞ্চগড়ে বাবা-মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মঞ্জুরুল হাসান শান্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সাথে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

২৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এই দণ্ডাদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ মার্চ দুপুরে পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় মঞ্জুরুল হাসান শান্ত তার বাবা মিজানুর রহমান ও মা সুলতানা বেগম রিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।এ সময় প্রতিবেশীদের চিৎকারে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তকে আটক করতে গেলে পুলিশসহ ৬ জন আহত হয়। পরে পুলিশ শান্তকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

এ ঘটনায় ওই দিনই নিহতদের বড় ছেলে আখতারুজ্জামান সাগর বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রঞ্জু আহম্মেদ ২০১৫ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘদিন সাক্ষীদের জেরা ও বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিসুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত