নওগাঁয় বেড়েছে নারী ও শিশু নির্যাতন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১

জাগরণীয়া ডেস্ক

নারী ও শিশু ধর্ষণ, পিটিয়ে আহত ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে রাজশাহীর নওগাঁ জেলায়।

২০১৭ সাল থেকে ২০১৮ সালের চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৫০৮টি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে জেলাজুড়ে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলোতে ঘটছে এসব ঘটনা। পুলিশের কাছ থেকে পাওয়া এক তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, প্রত্যন্ত গ্রামগুলোতে ঘটে যাওয়া এসব নির্যাতনের প্রধান কারণ বাল্য বিবাহ। বাল্য বিবাহর কারণে শিক্ষা থেকে বঞ্ছিত নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন।

তবে এ বিষয়ে পুলিশ সজাগ থেকে নারী ও শিশু নির্যাতন, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি নারী নির্যাতন বন্ধে সমাজের সচেতন শ্রেনীকে এগিয়ে আসার আহবান জানান।

নওগাঁ বিচারক আদালতের আইনজীবী মহশিন রেজা বলেন, সীমান্তবর্তী জেলার কারণে নওগাঁর গ্রামাঞ্চলগুলো সহজেই পাচার ও মাদকের কাজে জড়িয়ে পড়ে। যার ফলে বেড়েছে পারিবারিক কলহ ও পরকীয়া। আর এ কারণেই নারী ও শিশু নির্যাতন দিনদিন বেড়ে যাচ্ছে। এসব নির্যাতন রোধে পারিবারিক এবং সামাজিকভাবে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত