উদ্বোধন হলো ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯
উদ্বোধন হলো রংপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’।
১৬ সেপ্টেম্বর (রবিবার) ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করেন।
তিস্তার এক পারে রংপুর, আরেক পারে লালমনিরহাট। ফলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরসহ চারটি উপজেলার লোকজনকে রংপুরসহ সারা দেশে যাতায়াত করতে হতো প্রায় ৫০ কিলোমিটার ঘুরে। মূল সেতু নির্মাণে ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় হয়েছে। ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুতে ১৬টি পিলার, দুটি অ্যাপার্টমেন্ট ও ১৭টি স্প্যানে ৮৫টি গার্ডার রয়েছে। এর বাইরে সেতু রক্ষায় উভয় পাশে এক হাজার ৩০০ মিটার নদীশাসন বাঁধ নির্মাণ করা হয়েছে। সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা থেকে সেতু পর্যন্ত নির্মাণ করা হয়েছে ৫ দশমিক ২৮ কিলোমিটার সড়ক।
তিস্তার ওপর একটি সেতুর স্বপ্ন সেখানকার মানুষের দীর্ঘদিনের। সেই স্বপ্ন পূরণ হলো আজ।