প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো ‘মি. টিভেট’ নামের একটি রোবট

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫

জাগরণীয়া ডেস্ক

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে ‘মি. টিভেট’ নামের একটি রোবট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে।

১৫ সেপ্টেম্বর (শনিবার) চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’ প্রতিপাদ্য সামনে রেখে উদ্বোধন করা হয় ২২ তম আইডিইবির সম্মেলন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘মি. টিভেট’ নামের একটি রোবট প্রথমেই সে প্রধানমন্ত্রীকে স্যালুট জানায়। এরপর একে একে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী রোবটটিকে প্রশ্ন করেন হোয়াট ইজ ইয়োর নেম, হাউ আর ইউ এবং হোয়াট ইজ দ্যা নেম অব দ্য ফাদার অব দ্য নেশন। রোবটটি উত্তরে বলে, মাই নেম ইজ মি. টিব্যাট। দ্বিতীয় প্রশ্নের উত্তরে টিব্যাট বলে ফাইন। শেষ প্রশ্নের জবাব রোবটটি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফাদার অব দ্য নেশন।

তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী ১৭ সেপ্টেম্বর। মুক্তিযুদ্ধ, রাজনীতি, সমাজসেবা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য আইডিবির সদস্য তিনজন বিশিষ্ট প্রকৌশলীকে স্বর্ণপদক দেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত