ঠাকুরগাঁওয়ে ভাতিজিকে কুপিয়ে হত্যা, চাচা আটক
প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১৪:৩৫
জাগরণীয়া ডেস্ক
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরের সরকার পাড়ায় ভাতিজি বনবাসী বর্মনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে ধর্ম বর্মনকে আটক করেছে পুলিশ।
২১ আগস্ট (মঙ্গলবার) ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে।
নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন জানান, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিলেন। এ সময় পিছন থেকে অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালায় ধর্ম বর্মন। এতে নিহত হন বনবাসী। তাকে বাঁধা দিতে গেলে বনবাসীর স্বামী জগেশ, ছেলে গৌবরও দায়ের কোপে জখম হন।
এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এ্সআই দৌলা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চাচা ধর্ম বর্মনকে আটক করা হয়েছে।
0Shares