ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৫:৫৬

জাগরণীয়া ডেস্ক

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় স্ত্রী সালমা বেগমকে হত্যার দায়ে স্বামী মোজাহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। ২৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা জর্জ আদালতের বিচারক হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় দেয়া হয়।

আদালত সূত্র জানা গেছে, ২০১১ সালের ২০ এপ্রিল জেলার পীরগঞ্জ উপজেলায় শ্যামপুর এলাকায় স্ত্রী সালেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ মাটির নিচে পুতে রাখে স্বামী মোজাহারুল ইসলাম।  

এর কয়েকদিন পর ঘটনাটি টের পেলে পুলিশ ওই এলাকায় একটি ক্ষেত থেকে মাটির নিজে পুতে রাখা মৃত সালমা বেগমের লাশ উদ্ধার করে। 

পরে মৃতের ভাই সফির উদ্দিন বাদী হয় ভগ্নিপতি মোজাহারুল ইসলামের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ আসামিকে গ্রেপ্তার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

দীর্ঘদিন মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মোজাহারুল ইসলামের প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় ৩০২/২০১ ধারার অভিযোগে আদালত ২০১১ সালে ৭ ডিসেম্বর চার্জশিট দাখিল করে। আদালতের বিচার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জর্জ আদালতের বিচারক হায়দার আলী আসামি উপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি আব্দুল হামিদ ও আসামি পক্ষের আইনজীবী আবু মনসুর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত