ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৭:৩০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/08/16/image-16511.jpg)
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাসচাপায় নীলিমা (৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় জনতা আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
সে উপজেলার আজমিদীঘি গ্রামের খোয়াজ মিয়ার মেয়ে। নীলিমা স্থানীয় কালিবাড়ি সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পুটিজুরিতে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী লন্ডন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশু নীলিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।