বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৩:০৮
জামালপুরের সরিষাবাড়ীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে সরিষাবাড়ী-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছেন আলহাজ পাটকলের শ্রমিকেরা।
১৬ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে উপজেলার আলহাজ পাটকলের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
শ্রমিকেরা বলছেন, ১৮ দিনের বকেয়া বেতন না দিয়ে গত ২১ জুলাই কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তারা ওই বকেয়া বেতন ও ঈদের বোনাস না দেওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না।
শ্রমিকেরা গাড়ির টায়ার জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। প্রায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এক হাজারের মতো শ্রমিক অবস্থান নিয়েছেন। এতে দুপাশে যানচলাচল বন্ধ হয়ে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে।
আলহাজ পাটকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস না দেওয়া পর্যন্ত রাস্তা অবরোধ অব্যাহত থাকবে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা চলছে। শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।