সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৫:২৭
জাগরণীয়া ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
আটকরা হলেন- উপজেলার বড় মাঝদক্ষিণা গ্রামের স্বপন কুমার রায় (৫৫) ও তার স্ত্রী সাবিত্রী সাহা (৪৫)।
১১ আগস্ট (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. সাকিবুল ইসলাম খান।
তিনি জানান, ১০ আগস্ট (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড় মাঝদক্ষিণা গ্রামে অভিযান চালিয়ে স্ত্রীসহ স্বপন কুমার রায়কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
0Shares