ফার্মগেটে মিছিলে হামলা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৪:৫০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/08/05/image-16343.jpg)
রাজধানীর ফার্মগেটে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর মিছিলের ওপর হামলা হয়েছে।
৫ আগস্ট (রবিবার) সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে যেতে চাইলে এই হামলা হয়।
ফার্মগেটের আনন্দ সিনেমা হলের কাছের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল বের করে। ক্যাম্পাস থেকে মিছিলটি ফার্মগেটের দিকে যাচ্ছিল। চার রাস্তার মোড়ে আসার আগেই একদল তরুণ মিছিলটির ওপর হামলা করে। এসব তরুণের মাথায় হেলমেট ছিল। এরা লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা করে।
মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা এরপর ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে পড়ে। হামলাকারীরা ইউনিভার্সিটির ভবনের কাচ ভাঙচুর করে। ১৫ মিনিট পরে হামলাকারীরা চলে যায়।