নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ১৭:১৮
নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
০২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর সাঈফুল আলম প্রদীপ জানান, দাম্পত্য কলহের জের ধরে ২০১৭ সালের ২৮ নভেম্বর রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিজ ঘরে জামাল উদ্দিন তার স্ত্রী রুমা আক্তারকে হত্যা করেন। পরে সকালে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আটপাড়া থানায় আত্মসমর্পণ করেন তিনি।
তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি জামাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। নয়জনের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ০২ আগস্ট (বৃহস্পতিবার) এ রায় দেন আদালত।
প্রসঙ্গত, মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাল উদ্দিনের বিরুদ্ধে তার ভাবী হত্যার অভিযোগে আদালতে আরও একটি মামলা বিচারাধীন।