সড়কের নোংরা পরিস্কার করে দিয়ে গেলেন শিক্ষার্থীরা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ২০:০৮
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের ময়লা নিজেরাই পরিস্কার করে দিয়ে গেলেন শিক্ষার্থীরা।
২ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বস্তা নিয়ে বা কার্টন নিয়ে ছেলেমেয়েদের রাস্তা পরিষ্কার করতে দেখা গেল।
এ প্রসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, দীর্ঘ সময় এখানে থেকে সবারই ক্ষুধা লেগে গেছে। আর বিস্কুট, চিপস, পাউরুটির প্যাকেট আর পানির বোতলে রাস্তা নোংরা হচ্ছে। এখন আমরা সবাই রাস্তা নোংরা করলে তো কাউকে না কাউকে পরিষ্কার করতেই হবে। তাই আমরা কয়েকজন এ কাজটাই করছি।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সিগন্যাল সারাদিন অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে বিক্ষোভ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে এসেছেন অনেক অভিভাবক। একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজেরা টাকা তুলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এক কার্টন খেজুর ও পানি বিতরণ করেছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকে রাজধানীসহ সারাদেশে শুরু হয় নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ।