পুলিশের উপর শিক্ষার্থীদের হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৮:৪১

জাগরণীয়া ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। ২ আগস্ট (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ২ আগস্ট (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটরসাইকেলের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা।

এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির একজন ছাত্র।

তিনি বলেন, “ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটর বাইক ফেলে দৌড় দেন। পরে তাকে ঘিরে ফেলে পিটুনি দেওয়া হয়।”

আহত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এসময় বিক্ষোভকারীরা তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।

এ ঘটনার পর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে উত্তেজনা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত