দীঘিনালায় কৃত্তিকা হত্যায় ৩ আসামি রিমান্ডে

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৫:৩৫

জাগরণীয়া ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরা (১০) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিন আসামি হলেন- দীঘিনালার মেরুং ইউনিয়নের মৃত মো. মোবারকের ছেলে শাহ আলম (৩৩), একই এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ভান্ডারী (৩২) ও মধ্যবোয়ালখালী এলাকার ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৮)।

২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের আদালত এ আদেশ দেন।

গত ৩১ জুলাই পুলিশের পক্ষ থেকে আসামিদের আদালতে এনে সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়। এ সময় আদালত আজকে শুনানির দিন ধার্য করে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গত ২৮ জুলাই মধ্যরাতে বাড়ির পাশে সেগুনবাগান থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। কৃত্তিকার হাতদুটো ভেঙ্গে দেয়া হয়, যোনিকে ছিন্নভিন্ন ও তার পায়ুপথে গাছের গুড়ি ঢুকিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের শিশুর মা অনুমতি ত্রিপুরা বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। কর্মসূচি পালন করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। ঘটনার পর থেকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয়রা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত