বাসশূণ্য রাজধানী
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১২:৫৯
পঞ্চম দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভে এক প্রকার অচল হয়ে পড়েছে রাজধানী শহর ঢাকা।
২ আগস্ট (বৃহস্পতিবার) সকাল থেকে আন্তঃজেলা কোনো বাস চলছে না। গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে তারা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হচ্ছে না।
মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী নিয়মিত বাসগুলো সড়কে প্রায় দেখাই যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রায় ফাঁকা। কয়েকটি বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় সংখ্যায় অত্যন্ত নগণ্য।
হাজারো মানুষ রাস্তায় অপেক্ষা করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু সব ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, গণমাধ্যম, শপিংমল ইত্যাদি খোলা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অফিসগামী মানুষের ঢল নেমেছে রাস্তায়।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।
এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। টানা কয়েক দিন সড়ক অবরোধ করে তারা। আজ তাদের ডাকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি হওয়ার রয়েছে।