‘নারীকে অনেক বেশি দক্ষতার প্রমাণ দিতে হয়’
প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৭:২৩
একজন নারীকে কর্মক্ষেত্রে অনেক বেশি দক্ষতার প্রমাণ দিতে হয়। নারীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। সকল প্রতিবন্ধকতা দূর করে কর্মক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত রাখার সামর্থ্য অর্জন করার আহবান জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
২৩ জুলাই (সোমবার) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মিলনায়তনে জেলা পরিষদের দুস্থ-অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ৯০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় স্পিকার বলেন, গোটা দেশে নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা যেন আয় করতে পারে সেজন্য সারাদেশে সেলাই, কম্পিউটার, মোবাইল ফোন রিপেয়ারিং, কৃষিক্ষেত্রসহ নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
ডিজিটাল বাংলাদেশে 'তথ্য আপা' প্রকল্পের মাধ্যমে নারীদের তথ্য প্রযুক্তিতে সংযুক্ত করার মতো প্রকল্প সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। আমাদের সফলতার অগ্রযাত্রাকে অব্যহত রাখতে আগামী দিনে জাতীয়, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট হোসেন আরা লুৎফা ডালিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।