না ফেরার দেশে সেই জান্নাতুন
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১১:৩৩
বিরল রোগে আক্রান্ত জয়পুরহাটের সেই জান্নাতুন আর নেই।
২ জুলাই (সোমবার) দিবাগত রাতে জয়পুরহাটের শান্তিনগর মহল্লার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ ছোট্ট জান্নাতুন। শিশুটির বাবা দরিদ্র ইমাম আব্দুল আলীম জান্নাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সাত বছর ধরে বিছানাবন্দি 'ম্যানিঙ্গো মাইনেসি' রোগে আক্রান্ত জান্নাতুনকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনায় আসে জান্নাতুন। এরপর অ্যাপোলো হাসপাতাল মালিক শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন। ২ মার্চ ওই হাসপাতালের চিকিৎসক অমিতাভ চান্দার নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম অপারেশনের সিদ্ধান্ত নেয়। পরে ৪ মার্চ অ্যাপোলো হাসপাতালে জান্নাতুনের প্রথম দফার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় দফার অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়। গত তিন মাস বেশ ভালভাবেই দিন কাটিয়েছে জান্নাতুন।
কিন্তু হঠাৎ করেই সোমবার বিকেল থেকে জান্নাতুনের পেট ফুলতে থাকে এবং পরপর দু’বার বমি করে এবং রাতেই না ফেরার দেশে চলে যায় জান্নাতুন।