কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৮:০১

জাগরণীয়া ডেস্ক

কক্সবাজার শহরে শান্তা আকতার ওরফে মাহমুদা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শান্তা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপির এক নম্বর ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

২৫ জুন (সোমবার) দুপুরে ১২টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার আলি হোসেন বৈদ্যর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে বাড়িওয়ালার ছেলে বাবলু বলেন, রমজান মাসে শান্তা ও শরিফ উদ্দিন দম্পত্তি তাদের ভাড়া বাসায় ওঠেন। গত ২৪ জুন স্বামী-স্ত্রী কলহ করলে আমার মা গিয়ে থামান। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে এক ভাড়াটিয়া বিষয়টি আমার মাকে জানান। পরে তাদের ঘরে অনেক ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃতের স্বামী শরিফ পলাতক রয়েছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত