ঠাকুরগাঁওয়ে বাস চাপায় স্কুলছাত্রী নিহত
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৭:৪২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/06/25/image-15840.jpg)
ঠাকুরগাঁওয়ে বাস চাপায় নাজমিন আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নাজমিন আক্তার সদর থানার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি গ্ৰামের নাজিরুল ইসলাম মেয়ে। সে কালমেঘ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
২৫ জুন (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় ঠাকুরগাঁও থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ ছাত্রী মারা যান।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।