মুক্তাগাছায় বাসচাপায় মা-ছেলে নিহত
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৭:৩৬
জাগরণীয়া ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় যাত্রী মা রেফা খানম (২৭) ও তার ছেলে নাবিল (৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাবিলের বাবা তারেকসহ চারজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ জুন (সোমবার) দুপুর দেড়টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন।