নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ১১
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১২:০২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/06/12/image-15721.jpg)
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বড়পুল পাড়াসহ তিন স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ ১১ জন নিহত হয়েছেন। এতে মাটি চাপা পড়েছেন বেশ কয়েকজন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
১২ জুন (মঙ্গলবার) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এনডিসি তাপস শীল।
তিনি জানান, বেশ কয়েকজন মাটি চাপা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। রাঙামাটির কুতুকছড়ি এলাকায় রাস্তা ভেঙে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।