নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ১১
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১২:০২
জাগরণীয়া ডেস্ক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বড়পুল পাড়াসহ তিন স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ ১১ জন নিহত হয়েছেন। এতে মাটি চাপা পড়েছেন বেশ কয়েকজন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
১২ জুন (মঙ্গলবার) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এনডিসি তাপস শীল।
তিনি জানান, বেশ কয়েকজন মাটি চাপা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। রাঙামাটির কুতুকছড়ি এলাকায় রাস্তা ভেঙে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
0Shares