৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ৭৫ বছরের বৃদ্ধের

প্রকাশ : ৩১ মে ২০১৮, ১১:৩৪

জাগরণীয়া ডেস্ক

ফেনীর পরশুরাম পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলী আহাম্মদ (৭৫) এক বৃদ্ধকে আটক করা হয়েছে। গত ৩০ মে (বুধবার) বিকেলে ঐ বৃদ্ধকে আটক করে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) খালেদ দাইয়ান জানান, বিকেলে খেলার সময় ঐ শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ঐ বৃদ্ধ। শিশুর চিৎকরে প্রতিবেশীরা গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে।
 
শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা রাতে পরশুরাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। শিশুটির মেডিকেল পরীক্ষার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত