বাকলিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৮:৫৮
জাগরণীয়া ডেস্ক
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
৩০ মে (বুধবার) দুপুরে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বলেন, নগরীর নতুন ব্রিজ এলাকায় অজ্ঞাত এক নারীর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নারীর বয়স আনুমানিক বয়স ৬০ বছর।