মাদক সেবনে বাধা দেয়ায় মা বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৩:৩৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/05/23/image-15452.jpg)
মাদক সেবনে বাধা দেওয়ায় মা-বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সজিব রানা (২৮) নামে মাদকাসক্ত এক যুবক।
২২ মে (মঙ্গলবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জের বানিয়াদি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মা রেহেনা বেগম জানান, সজিব চার বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করছে এবং উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। সে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং টাকার জন্য আমাদের মারধোর করতো। এ ছাড়া স্কুল-কলেজের মেয়েদেরকেও উত্ত্যক্ত ক্রার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে মাদকের জন্য টাকা নে দেয়ায় সে বটি দিয়ে আমাদের কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশীরা এসে তাদের রক্ষা করেন এবং পুলিশে খবর দেন।
রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, মাদকাসক্ত সজিব রানাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।