ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশ : ২২ মে ২০১৮, ১২:৪৯

জাগরণীয়া ডেস্ক

ঝালকাঠি সদর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২১ মে (সোমবার) রাতে উপজেলার ছত্রকান্দা গ্রামের ফারহাদ সিকদারকে (২১) আসামি করে মামলা দায়ের করেছেন ছাত্রীটির বাবা।

মামলার বরাত দিয়ে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ঐ স্কুলছাত্রীকে গত ছয় মাস ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো ফারহাদ। বিষয়টি নিয়ে ছাত্রীর বাবা ফারহাদের বাবার কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৭ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে পাশের একটি বাগানে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ওই ছাত্রীকে। মেয়েটি বাসায় এসে তা জানালে ওই ছাত্রীর বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা জানালেও কোনো সুরহা না পেয়ে থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফারহাদ। তাকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত