স্ত্রীকে ভারতে পাচার করায় যুবকের যাবজ্জীবন
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৬:২৮
খুলনার সাতক্ষীরায় স্ত্রীকে ভারতে পাচার করার দায়ে হাবিবুর রহমান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়ামউদ্দিন গাজীর ছেলে।
১৭ মে (বৃহস্পতিবার) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুন মাসে হাবিবুর জুসের সঙ্গে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে স্ত্রীকে পান করান এবং অজ্ঞান করিয়ে সীমান্ত দিয়ে ভারতের একটি পতিতালয়ে বিক্রি করে দেন। সেখানে চার মাস থাকার পর স্থানীয় এক বাংলাদেশির সহায়তায় বাড়ি ফিরে আসেন হাবিবুরের স্ত্রী। তারপর তিনি তার স্বামী হাবিবুর রহমান গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, এ মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত। আসামি হাবিবুর বর্তমানে জামিন নিয়ে পলাতক রয়েছেন।