গৃহকর্মী মঞ্জিলা হত্যা: স্ত্রীসহ পুলিশ সদস্যের যাবজ্জীবন

প্রকাশ : ২৫ মার্চ ২০১৮, ১৬:২২

জাগরণীয়া ডেস্ক

রংপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগমকে গৃহকর্মী মঞ্জিলা খাতুনকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

২৫ মার্চ (রবিবার) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন। 

মামলার নথিপত্র থেকে জানা যায়, রংপুর নগরীর তালুকরঘু তামপাট এলাকায় পুলিশের এস আই আলতাফ হোসেনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো মঞ্জিলা খাতুন। ২০০৩ সালের ২৪ মে রাতে এএস আই আলতাফ মঞ্জিলাকে ধর্ষণ করে হত্যা করে। এরপর স্ত্রীকে সাথে নিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের পরিকল্পনার অংশ হিসেবে মঞ্জিলার মরদেহ বাড়ির অদূরে একটি ধানক্ষেতে ফেলে আসেন।

এ ঘটনায় নিহেতর মা রাবেয়া খাতুন বাদী হয়ে আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগমকে অভিযুক্ত করে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ ১৫ বছর ধরে চলা এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ বিচারক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত