সেই নবজাতক পেলো একটি পরিবার
প্রকাশ : ১৪ মে ২০১৮, ১১:৩৩
রাজধানীর মোহাম্মদপুরে জনতা হাউজিংয়ের পাশে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতককে দত্তক নিলো একটি দম্পতি। ঐ দম্পতি গণমাধ্যমে নিজেদের পরিচয় জানাতে অনিচ্ছুক বলে জানা গেছে।
১৩ মে (রবিবার) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নবজাতকটিকে একটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার চিকিৎসক স্ত্রীর হাতে তুলে দেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, ঐ দম্পতি আদালত থেকে দত্তকের আদেশ নিয়ে এসেছিলেন। পরে ঢামেক কর্তৃপক্ষ, চিকিৎসক ও পুলিশের উপস্থিতিতে ওই দম্পতির কাছে বুঝিয়ে দেওয়া হয় নবজাতকটি।
উল্লেখ্য, গত ১২ মে (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পুলিশে খবর দিলে তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির চিকিৎসার জন্য প্রথমে মোহাম্মদপুরে আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নেয়া হয়।