চিরিরবন্দরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৬ মে ২০১৮, ১৫:৪৮
জাগরণীয়া ডেস্ক
দিনাজপুরের চিরিরবন্দর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৬ মে (রবিবার) সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।