দিনাজপুরে নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১২:৪১

জাগরণীয়া ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকা থেকে ৫ রোহিঙ্গাকে আটক করেছে। গত ২২ মার্চ (বৃহস্পতিবার) ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- মায়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার মন্ডু ইউনিয়নের খানজিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. আব্দুল হক (৩৫) একই উপজেলার শিরদাপাড়া ইউনিয়নের মন্ডু গ্রামের মোহাম্মদের স্ত্রী নূর ফাতেমা (২৫) তার মেয়ে মাইমুনা (১) কাটারিপাড়া ইউনিয়নের নারিবিল গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নূর ফাতেমা (২৮) তার ছেলে ফাহাদ হোসেন (৫)।

২০ বিজিবির বিরামপুর ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রজনীকান্ত সরকার জানান, আটককৃতরা সকলেই ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাটলা সীমান্তের ২৮৮/৫১ এস পিলার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের শীঘ্রই রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত