স্কুলছাত্রীকে জোরপূর্বক বিয়ের চেষ্টা, গ্রেপ্তার ২
প্রকাশ : ০৬ মে ২০১৮, ১১:১৯
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জোর করে এক স্কুলছাত্রীকে (১৩) বিয়ে করতে যাচ্ছিলেন বলে দুই সন্তানের জনক ফিরোজ সরকার (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিয়ে পড়ানোর সময় কাজির বাড়ি থেকে ওই ব্যক্তি ও কাজিকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ মে (শুক্রবার) রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাউদটলা গ্রামের লুৎফর রহমানের ছেলে দুই সন্তানের জনক ফিরোজ সরকার ফুসলিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে শুক্রবার সকালে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। রাতে ছাত্রীকে নিয়ে কাজি তরিকুল ইসলামের বাড়িতে বিয়ের জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে এবং বর ও কাজিকে আটক করে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফিরোজ সরকারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বাড়ি থেকে তিনি তাদের বের করে দিয়েছেন। ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা জানতে ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। পুলিশের হেফাজতে রেখে তাকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। বর ফিরোজ ও কাজি তরিকুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’