শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি

প্রকাশ : ০৩ মে ২০১৮, ২২:৩৮

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে অব্যাহত চাপ প্রয়োগ করা হবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো একটি চিঠিতে এ আশ্বাস দেন তিনি।

৩ মে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ট্রাম্পের পাঠানো চিঠিটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

এসময় তিনি জানান, চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এটা নিঃসন্দেহে প্রশ্নাতীত যে রোহিঙ্গা সঙ্কট সৃষ্টি করার জন্যে অবশ্যই মিয়ানমারকে জবাব দিতে হবে। 

এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, রোহিঙ্গা সঙ্কটে মানবিক সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্র গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের আন্তর্জাতিক অংশীদার বাংলাদেশের পাশে থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে।

চিঠি দিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত