জাবি ছাত্রীকে যৌন হয়রানি: মূল অভিযুক্ত রিমান্ডে
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ২১:২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর শ্যামলীতে যৌন হয়রানির মামলায় ফুটপাতের দোকানি শাওনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩০ এপ্রিল (সোমবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম শাওনকে আদালতে পাঠিয়ে তিনদিন রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি পান ব্যবসায়ী সুমি বেগমের কোনো রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল (রবিবার) মা ও ভাইয়ের সঙ্গে জাবি’র ওই শিক্ষার্থী শ্যামলীতে ভারতীয় ভিসা সেন্টার থেকে ফেরার পথে শ্যামলী ফুটওভার ব্রিজে দোকানি শাওন ও পান বিক্রেতা সুমি ঐ শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করায় বাক বিতন্ডা শুরু করে শাওন এবং এক পর্যায়ে ঐ শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ ঘটনায় শেরে-বাংলা নগর থানায় মামলা দায়ের করলে পুলিশ শাওন ও সুমিকে গ্রেপ্তার করে।