জাবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, নারীসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৯:১৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় শাওন (২৫) ও সুমি (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৯ এপ্রিল (রবিবার) বিকেলে রাজধানীর শ্যামলী ফুটওভার ব্রিজ থেকে তাদেরকে গ্রেপ্তার করে শেরে বাংলা নগর থানা পুলিশ।

শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, ভাইয়ের সঙ্গে জাবি’র ওই শিক্ষার্থী শ্যামলীতে ভারতীয় ভিসা সেন্টার থেকে ফেরার পথে   শাওন ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। তারপর তারা প্রতিবাদ জানালে শাওন ও তার সাথে থাকা সুমি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

এ অভিযোগের ভিত্তিতে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এরপর ওই শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত