স্কুল থেকে ফিরে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ০২:০৯
জাগরণীয়া ডেস্ক
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুল থেকে ফিরে পাপিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২১ এপ্রিল (শনিবার) দুপুরে আত্মহত্যা করে পাপিয়া। পরে বিকেল ৩টার দিকে ঘড়ের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পাপিয়া আক্তার সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ছামাদ হোসেনের মেয়ে।